জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

Featured Image
PC Timer Logo
Main Logo

জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব হাসান সাকিব। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা এবং সদস্য সচিব ইংরেজি বিভাগের সিফাত হাসান সাকিব।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সই করা বিজ্ঞপ্তিতে ছয় মাসের জন্য কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- আলী আহমেদ আরাফ, মো. ফেরদাউস শেখ, মো. শাহিন মিয়া। এছাড়াও যুগ্ম আহ্বায়ক- সুমন আলী, মো: সোলেমান হোসেন, সাকিবুল হাসান, আমিনুল ইসলাম, আকরামুল হক, আলী আহমেদ আরাফ, শাহপরান আহমেদ শ্রাবণ, আম্মার বিন আসাদ, মো. স্বপন মিয়া, তাহমিদুর রহমান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব হিসেবে আশরাফ আরেফিন, কামরুল হাসান রিয়াজ, সাখাওয়াত হোসেন, মাসুদ রানা মাসুম, ইব্রাহিম খলিল, মাশরুর মাহমুদ শাকের।

মুখ্য সংগঠক মোহাম্মদ মাহিন, সিনিয়র মুখ্য সংগঠক হিসেবে জুনায়েদ মাসুদ। এ ছাড়া, সংগঠক হিসেবে রয়েছেন ওমর ফারুক শ্রাবণ, আতিকুর রহমান, রাকিব হোসেইন তুষার, তুষার আহমেদ সিয়াম, মো. রাকিবুল হাসান, মেহেদী হাসান। মুখপাত্র ও সহ-মুখপাত্র হিসেবে রয়েছেন নওশীন নাওয়ার জয়া এবং সিয়াম হোসাইন।

এদের বাইরেও কমিটিতে সদস্য হিসেবে রয়েছে ১৯ জন। তারা হলেন- পূজা মদক, তাফহিম রাফি, মেহেদী হাসান, মোহাম্মদ কায়েপ, বায়েজিদ হোসেইন, মো. রাজিব হোসেইন, মমিতা রাণী সূত্রধর, ফারজানা আক্তার, আব্দুর রহমান, মোহাম্মাদ নাহিদ, মুজাহিদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা তাওহিদা, জাকির হোসেন, সুমাইয়া আফরিন, তৈমুর রহমান, মেহরাজ হোসেন তাইমুর, মুজাহিদুল হক জিহাদ, মাহিদ হাসান, সাজ্জাদুল ইসলাম নাঈম।

বাংলানিউজবিডিহাব/পিটিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।