জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: সিইসি

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ. ম. ম নাসির উদ্দীন বলেছেন, ‘যেভাবে আপনারা নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দেবেন। দরকার হলে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে একটি সুন্দর নির্বাচন হতে পারে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, “ভোটকেন্দ্রে বাধা প্রদান ও সহিংসতা আর চলতে দেয়া হবে না। এসব অপরাধ কোনভাবেই মেনে নেয়া হবে না।”

তিনি বলেন, “আগামীতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা নয়, ভোটাধিকার রক্ষার আন্দোলন। যাতে নির্বাচন প্রক্রিয়া সুন্দরভাবে পরিচালিত হয় এবং ঈদের আনন্দের মতো একটি ভোট উৎসব উদযাপন করতে পারি। এই উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের বিজয়ী হলে সমাজের সব সমস্যা সমাধান হবে।”

তিনি আরো বলেন, “নির্বাচন কমিশন কখনোই কোনো বাহ্যিক প্রভাবের অধীনে কাজ করবে না। সরকার বা অন্য কোনো পক্ষের চাহিদা অনুযায়ীও কমিশন চলবে না। কমিশন যা ক্ষমতা পেয়েছে, তার ভিত্তিতেই পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবে। নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করে না, এবং কখনোই করবে না—এটাই আমাদের অঙ্গীকার।”

এর আগে, সকাল সাড়ে ১১টায় কুতুবদিয়া দ্বীপের সদর বড়ঘোপের উত্তর মগডেইল নিজ বাড়িতে পৌঁছান সিইসি। সেখানে পিতামাতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রেুা মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন প্রমুখ।

সূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।