জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা : পুলিশসহ আহত ৫, আটক ৩ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



জয়পুরহাটের ক্ষেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাখারুঞ্জ গ্রামের বাসিন্দা তোফাজ্জল জমি রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রি অফিসে গেলে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি কবির চৌধুরী ও তার তিন অনুসারী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেখানে গিয়ে তোফাজ্জলসহ তার চার আত্মীয়কে মারধর করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ বাকিরা।

আহতরা হলেন পৌর এলাকার শাখারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন (৩৫), একই গ্রামের আমিরুল ইসলাম (২৭), বগুড়ার শাহজাহানপুরের রফিক (৩৭) ও আব্দুল মমিন (৩৮)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আহত তোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে থানা থেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, পুলিশ আওয়ামী লীগের লোক ছেড়ে দিয়েছে এমন গুজবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক লোকজন থানায় হামলা চালায়। ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশের হেফাজতে থাকা তিনজনকে। দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের মেরে থানা অবরুদ্ধ করে রাখে। আহত দুই পুলিশ সদস্য হলেন কাজী জাফর ও সুমন।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিনজনকে আটক করে সেনাবাহিনী।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, দলের মধ্যে কেউ অপরাধ করলে তার শাস্তি হবে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

  • থানা
  • নেতৃত্ব
  • বিএনপি নেতা
  • হামলা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।