‘জয় বাংলা’ স্লোগানে নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পর্যন্ত খেজুরের রস পান করায় ১৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বুধবার পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্র।
কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাইদ (১৯)। নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়। , মোঃ রাজন (21), ইয়াসিন মিয়া (20), আরফিন শুভ (19), মাহফুজ আলম (18), পূর্ব দক্ষিণপাড়া গ্রামের আবু সুফিয়ান (20), দক্ষিণপাড়া গ্রামের আশিকুর রহমান (19) ও জয় বর্মণ (18) তাম্বুলীপাড়া গ্রামের অপর নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। তাদের মধ্যে কিশোরের সংখ্যাই বেশি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা থেকে উপজেলার শ্রীরামদী এলাকায় খেজুরের রস পান করতে আসেন ১৫ যুবক। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, গ্রেফতারকৃতদের নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।