
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও নির্বাচনি খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকাল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
এছাড়া ১ থেকে ৩ জুলাই বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১ থেকে ৭ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বালিতের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ১১ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ জুলাই।
অন্যদিকে ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা চলবে। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩১ জুলাই সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে, রাত ১২টায় জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্ববদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম উপস্থিত ছিলেন।