জাতিসংঘের মহাসচিবের ইফতারে পদপিষ্টে এক রোহিঙ্গার মৃত্যু, আহত ২ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।এসময় আয়োজিত ইফতার অনুষ্ঠানে ঢুকতে গিয়ে পদপিষ্টে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। বর্তমানে আহত দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।

ক্যাম্প পুলিশের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন। নিহত ব্যক্তি হলেন উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে নিয়ামত উল্লাহ (৫০)।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

  • আহত
  • ইফতার
  • জাতিসংঘ
  • পদপিষ্ট
  • মহাসচিব
  • মৃত্যু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।