জাতীয় দল থেকে বাদ পড়ে যা বললেন ফাহামিদুল

Featured Image
PC Timer Logo
Main Logo

ফাহামিদুল ইসলাম

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। সৌদি আরবে এক সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্পে থাকার পর স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার বাদ পড়া নিয়ে টিম ম্যানেজার, কোচ, অধিনায়ক কথা বললেও চুপই ছিলেন ফাহামিদুল। অবশেষে মুখ খুলেছেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান, এখানেই থামছেন না তিনি।

সেই স্ট্যাটাসে ফাহামিদুল লেখেন, ‘আমি, ফাহামিদুল ইসলাম বাংলাদেশের মানুষের কাছে তাদের ভালোবাসা, সমর্থন এবং অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞ। আপনাদের অটল বিশ্বাস আমার এই যাত্রায় বিশেষ কিছু এবং আমার পাশে প্রতিটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের হয়ে খেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এবং দুর্ভাগ্যজনকভাবে এবার সবকিছু পরিকল্পনামাফিক হয়নি। যাই হোক, আমি বিশ্বাস করি সবকিছুই কোনো না কোনো কারণে হয় এবং আমার যাত্রা এখানেই শেষ হয়।

ইনশাল্লাহ, যদি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা চান তবে আমি একদিন এই লাল-সবুজ জার্সি গায়ে চড়াবো, মাঠে নামবে এবং এই দেশ ও ফুটবলপাগল মানুষগুলোর জন্য আমার সবকিছু উজাড় করে দিবো। ততদিন পর্যন্ত সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমি কঠোর পরিশ্রম জারি রাখব।’

ফাহামিদুলের বাদ পড়ার পর অবশ্য বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে। তাকে ফেরাতে গত ১৮ মার্চ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিও পালন করে। সেদিন বিকেলে প্রথম গণ জমায়েত হয় মতিঝিলের বাফুফে ভবনের সামনে। এই অবস্থান কর্মসূচির মধ্যেই তারা ইফতার সেরেছেন বাফুফে ভবনের গেটের সামনে। তখন তারা ”সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও’, ‘জনে জনে খবর দে, সিন্ডিকেটের কবর দে’-স্লোগান দিতে থাকেন। ‘সিন্ডিকেট মুক্ত করো’, ‘ব্রিং ব্যাক ফাহামিদুল’, লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে তাদের হাতে। সমর্থক গোষ্ঠী ‘বাংলাদেশ আলট্রাস’।

ইফতার সম্পন্ন করার পর পদযাত্রা ও গণমিছিল নিয়ে বাংলাদেশ দলের টিম হোটেলের সামনে পৌঁছান বিক্ষুব্ধ ভক্ত-সমর্থকেরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘেরাও কর্মসূচির ডাকও দেন। রাস্তায় দল বেধে হাঁটতে হাঁটতে তারা আবার স্লোগান তোলেন জুলাই আন্দোলনের আদলে, ‘তুমি কে, আমি কে, ফাহামিদুল! ফাহামিদুল!’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

টিম হোটেলের সামনে অবশ্য তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি নিরাপত্তার কারণে। সেখান থেকে সেই গণ মিছিল নিয়ে সমর্থকেরা অবস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। পরেরদিন, অর্থাৎ ১৯ মার্চ টিম হোটেলে চলছিল বাংলাদেশ দলের প্রেস কনফারেন্স, সেই কনফারেন্স চলাকালীনই এই ফাহামিদুল ইস্যুতে আবারও জমায়েত হন সমর্থকেরা। অবশ্য তাদের চার জন প্রতিনিধিকে নিয়ে ফাহামিদুলের বাদ পড়া নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

banglanewsbdhub/জেটি

ফাহামিদুল
ফাহামিদুল ইসলাম
বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।