স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ঢাকা: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেটলাইন দিতে হবে। কিন্তু, কতিপয় রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। তাদের এই আচরণ দুরভিসন্ধিমূলক।’’
তিনি বলেন, ‘‘আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি। সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু, আমাদের সব কিছু সে শেষ করে দিয়ে গেছে। একেকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগরে নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে হাজার কোটি টাকার। তারা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল।’’
রিজভী বলেন, ‘‘তাদের (আওয়ামী লীগ সরকার) হাতে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনার বাবা বাকশাল করেছিল, আর এবার সে দ্বিতীয় বাকশাল কায়েম করেছিল। তার নির্দেশে আইনশৃঙ্খলাবাহিনী ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে নিয়ে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসুচি পালন করেছে, তাদের হত্যা করেছে। তাদের বিচার হবেই।’’
তিনি বলেন, ‘‘আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা-সমাবেশ করতে পারতাম না। সব সময় আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আমরা এ পর্যায় অতিক্রম করে ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’’
‘‘সুতরাং আমার আশা করি, এ নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নারায়ণগঞ্জে যে শামীম ওসমানের মাফিয়া রাজত্ব ছিল, তা ভেঙে একটি মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলবে’’— বলেন রুহুল কবির রিজভী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম প্রমুখ।
বাংলানিউজবিডিহাব/এজেড/আরএস