জাতীয় নির্বাচন আগে হতে হবে: মির্জা ফখরুল

Featured Image
PC Timer Logo
Main Logo

‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: স্থানীয় নির্বাচন নয়, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে এবং এর পর স্থানীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচন হবে।’

‘আমরা মনে করি সংস্কারের ব্যাপারে দ্রুত ঐকমত্য তৈরি হবে এবং সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- এটাই আমাদের প্রত্যাশা’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘‘সভায় সংস্কারের প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা দরকার, সে ব্যাপারে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সংস্কারের রিপোর্টগুলোর ওপর আলাপ-আলোচনা করার জন্য।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘কমিশনের রিপোর্টের ওপর দলগুলো কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐকমত্য হবে— সেটাই আজকের বৈঠকের মূল কথা। সেটা নিয়েই আজকে প্রাথমিক আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন। সেগুলো তাদের নিজস্ব মতামত। এর চেয়ে বেশি আলোচনা হয়নি, সুযোগও ছিল না। আজকে শুধু পরিচিতির মতো একটা ব্যাপার ছিল।’’

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিএনপি ছাড়াও আরও প্রায় ২৫টা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর এই বৈঠক অংশ নেন।

বাংলানিউজবিডিহাব/এজেড/এইচআই

বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।