জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে দুপুরে ইসলামপুর থানায় মামলা করেছেন।

মামলা সুত্রে যায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে একটি ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সেখানে ফরিদ উদ্দিন টাকি মণ্ডল জোর করে শিশুটিকে জাপটে ধরে কলা গাছের আড়ালে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, মামলা হওয়ার পর আমরা দ্রুত তাকে আটক করতে সক্ষম হই।

  • অভিযোগ
  • আটক
  • জামালপুর
  • শিশু ধর্ষণ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।