জামালপুরে সমবায় গ্রাহকদের বিক্ষোভ, পাঁচ আসনে জামায়াত বয়কটের ঘোষণা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতিতে আমানত রাখা টাকা ফেরত না পেয়ে বিক্ষোভ করেছেন হাজারো গ্রাহক। গতকাল রোববার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

গ্রাহকদের অভিযোগ, মাদারগঞ্জসহ আশপাশের এলাকায় ২৩টি সমবায় সমিতির মালিকেরা প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দুই বছর ধরে আত্মগোপনে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্য আল-আকাবা জামায়াত নেতারা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে এবং এই প্রতিষ্ঠান গ্রাহকের ৪শত চার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে। টাকা ফেরত না দিলে জেলার পাঁচটি সংসদীয় আসনে জামায়াতকে বয়কট ও তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

জামালপুরে সমবায় গ্রাহকদের বিক্ষোভ, পাঁচ আসনে জামায়াত বয়কটের ঘোষণা

বিক্ষোভে বক্তাদের মধ্যে মাহফিজুর রহমান বলেন, আমরা জামায়াতের কাছে টাকা চাই না, নিজেদের কষ্টার্জিত টাকা ফেরত চাই। কিন্তু যেহেতু জামায়াত নেতারা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আল-আকাবা চালাত, তাই আমরা জামায়াতকে বয়কটের ঘোষণা দিচ্ছি। পাঁচ আসনে জামায়াত যেন একটি ভোটও না পায়, সে ব্যবস্থা আমরা করব।

এছাড়া আল আকাবা সমিতির লিগ্যাল কনসালটেন্ট, জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আওয়াল, যিনি সরিষাবাড়ী-৪ আসনের এমপি প্রার্থী। বিক্ষোভে বক্তব্য দেন আমানতকারীদের সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা মোখলেছুর রহমানসহ অনেকে। তারা বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় কয়েক গুণ বেশি মুনাফার লোভ দেখিয়ে জামালপুরের ৩৫ হাজার গ্রাহকের কাছ থেকে এক থেকে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়। কিন্তু এখন আসল টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। গ্রাহকরা অভিযোগ করেন, অনেক মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ধরছে না।

শিবলুল বারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছি। কিন্তু এ অবস্থা চলতে থাকলে, প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিতে যাব।

জেলা প্রশাসক হাছিনা বেগম জানান, গ্রাহকেরা যাতে তাঁদের টাকা ফেরত পান, সে জন্য প্রশাসন কাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটি দুই-এক সপ্তাহের মধ্যে সম্ভব নয়, সময় লাগবে। তবে আমরা গ্রাহকদের পক্ষে আছি সমিতিগুলোর বেশির ভাগ মালিক দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধুনসহ ছয়টি সমিতির কাছেই রয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। মাদারগঞ্জের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের হিসাব অনুযায়ী, পুরো জেলায় প্রায় দেড় হাজার কোটি টাকা পাওনা রয়েছে।

এ বিষয়ে জানতে সমিতির কয়েকজন সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

  • ঘোষণা
  • জামায়াত
  • জামালপুর
  • বয়কট
  • বিক্ষোভ
  • সমবায় গ্রাহক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।