জিম্বাবুয়ের বিপক্ষে যেমন উইকেট চায় বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

সিলেটে অনুশীলনে ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছেন ফিল সিমন্স। ছবি: বিসিবি

ঘরের মাঠে বাংলাদেশের যেকোনো সিরিজের আগেই খুব চর্চিত একটা প্রশ্ন, ‘উইকেট কেমন হবে?’ আজও (শুক্রবার) সিলেটে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে এর ব্যতিক্রম হলো না। কোচ ফিল সিমন্সের কাছেই প্রশ্ন গেল, ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে কেমন উইকেট চান তারা, জবাবে হেড কোচ বললেন, প্রোপার উইকেটখেলার প্রত্যাশা তাদের।

সিলেট টেস্টের উইকেট নিয়ে বেশ তোরজোড় দেখা যাচ্ছে গতকাল থেকেই। উইকেট প্রস্তুত করতে সিলেটে উড়ে গেছেন মিরপুরের পিচ কিউরেটর গামিনি ডি সিলভাও। আর ঘরের মাঠের কন্ডিশন-সুবিধা কমবেশি সব দলই কাজে লাগায়। প্রথাগতভাবে স্পিন সহায়ক উইকেটই দেখা যায় বাংলাদেশে, বিশেষত টেস্টে। তবে সিমন্স জানালেন, স্পোর্টিং উইকেটের কথা।

উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, প্রোপার উইকেট প্রস্তুত করার। আমরা একটা নির্দিষ্ট পথে খেলি, এ জন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। প্রোপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব।’

আলাদা করে স্পিন কিংবা পেস সহায়ক উইকেট চাইছেন না সিমন্স। তবে উইকেটের অবস্থা কেমন দাঁড়ায় সেটা দেখার জন্য, আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করবেন তিনি, ‘স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা উইকেট দেখেছি আজ, উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে; আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়।’

banglanewsbdhub/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
ফিল সিমন্স
বাংলাদেশ ক্রিকেট দল
বিসিবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।