ফেনী পৌর এলাকায় গৃহকর্মী মাসুদা বেগম হত্যার রহস্য উদঘাটনে এ তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক আবির হোসেন রাফি (২০) নামে এক যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, আবির জুয়ার প্রভাবে চুরি করতে এসেছিল। এরপর ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মাসুদাকে।
আবির হোসেন রাফি নোয়াখালী সদর থানার চর মতুয়া এলাকার বাসিন্দা। সে ফেনীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। নিহত মাসুদা বেগম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপশারী এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে ও চার ছেলে রয়েছে। ৮ বছর ধরে তিনি ফেনী পৌর সভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম ফারুক মজুমদারের বাড়িতে পরিচারিকার কাজ করেন। গত ২৬ ডিসেম্বর রাতে বকুলের ফলেশ্বর এলাকার বাসা থেকে ফারুকের ভাই গোলাম কিবরিয়ার লাশ উদ্ধার করা হয়।
ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী বুধবার বিকেলে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আবিরকে গ্রেফতার ও হত্যার কারণ সম্পর্কে জানান। তিনি জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে আবিরকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আবির পিবিআইকে জানায়, কিছুদিন ধরে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে তিনি এ জন্য টাকা আদায় করতে মরিয়া হয়ে ওঠেন। সম্প্রতি বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার জন্য ৪০ হাজার টাকা নিয়ে আসেন আবির। সেই টাকাও জুয়ায় হেরে যায়। গত ২৬ ডিসেম্বর ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্ত্রী মাসুদা বেগমকে দেখে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি ধরা পড়েন। এ সময় আবির ওই নারীকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।