প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাকে আমরা ব্যক্তিগত উদ্যোগ হিসেবে দেখছি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আবুল কালামের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, ঘোষণা না দেওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, সচিবালয় একটি ক্রাইম সিন। সরকার সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে দেশের বাইরে প্রমাণ পাঠানো হবে।
তিনি আরও বলেন, তদন্তের আলামত রক্ষার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক ও অন্যান্য লোকজনের চলাচল সীমিত করা হয়েছে। তবে আগামীকাল থেকে প্রথম ধাপে দুই শতাধিক সাংবাদিক সাময়িক পাস পাবেন।
প্রসঙ্গত, রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণাটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে মঞ্চটি।