এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৮:৪৩
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরই মধ্যে তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার তার অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাস্তব গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জ্বীন ২’। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এখন মুক্তির অপেক্ষায়। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘জ্বিন ৩’। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। জাজের কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ‘জ্বীন ২’-এর মতো এই সিনেমাও বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সুমন নামের একটি ছেলেকে নিয়ে গল্প এগিয়েছে।
মুক্তির বিষয়ে সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে। এখন সার্টিফিকেট পেলেই সিনেমাটি ঈদে মুক্তি দিতে পারি।
অবাক করার বিষয়, সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও নাকি জ্বীন পালন করতেন! এমনটাই জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। ঠিক তেমনই এক বাস্তব গল্প এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
banglanewsbdhub/এজেডএস