ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ঝালকাঠির সদর উপজেলার কৃত্তিপাশা এলাকায় সুদেব হালদার (২৮) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) রাতে কৃত্তিপাশা ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। তিনি স্থানীয় বউকাঠি বাজারে একটি মোবাইলের দোকান চালাতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রামপুর নামক স্থানে তাকে কুপিয়ে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। রাতে সুদেব বাড়ি না ফেরায় তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। পরে সকালে স্থানীয়রা সুদেবের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলের ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই সুকেশ হালদার জানান, সুদেব ছোটবেলা থেকেই কলকাতায় মামার সঙ্গে থাকত। কর মেয়াদে দেশে এসে ঝালকাঠির সদর উপজেলার বউকাঠি বাজারে মোবাইল ফোন ও ডেভেলপমেন্ট এজেন্টের দোকান খুলে ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে মোবাইল সার্ভিসিং নিয়ে কারও সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরেই সুদেবকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদেবকে যারা হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নিহতের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি, তাহলে আমার ছেলেকে কেন হত্যা করা হলো। আমি বিচার চাই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই ব্যবসায়ীর মাথায় একাধিক আঘাত ও জবাইয়ের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • ঝালকাঠি
  • ব্যবসায়ী
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।