ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার তাদেরে ঝিনাইদহ ও গাজীপুর থেকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম। আটককৃতরা হলেন- ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩৬)।
মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে দুইজনকে আটক করেছেন তারা। ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদকে এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। আটককৃতরা এ ঘটনায় জড়িত কিনা তা অধিকতর তদন্তের স্বার্থে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনজনকে হত্যার ঘটনায় ঝিনাইদহের শৈলকূপা থানায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে মামলাটি করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা।
শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, গত শুক্রবার রাতে শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।