টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ৩ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ছবি : নিহত জা‌হিদুল আহসান জিহাদ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জা‌হিদুল আহসান জিহাদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর থানার ভাঙ্গানাহা‌তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে পরিবারসহ আউচপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী হো‌সেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হল- আব্দুল্লাহ, স্বাধীন ও আল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময় জিহাদকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে আটকে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত জিহাদকে দ্রুত টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

জিহাদের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলে জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকে পড়ত। গত বুধবার ছুটিতে টঙ্গীর বাড়ি আসে। রোববার সন্ধ্যার পর হাঁটতে বের হয়। এ সময় হো‌সেন মার্কেট এসে দেখে তার স্কুলের বন্ধুদেরকে ছিনতাইকারী জেরা করছে। পরে জিহাদ তাদের সঙ্গে কথা বলতে যায়। এ সময় ছিনতাইকারীরা জিহাদের শরীরে ছুরি দিয়ে আঘাত ক‌রে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আটক
  • কলেজছাত্র
  • খুন
  • ছিনতাইকারী
  • ছুরিকাঘাত
  • টঙ্গী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।