টানা তৃতীয়বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ

Featured Image
PC Timer Logo
Main Logo

বর্ষসেরা আম্পায়ারের খেতাব জিতলেন ইলিংওর্থ

গত দুই বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছিলেন তিনি। ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থের হাতে এবারও উঠল এই পুরস্কার। আইসিসির এবারের বর্ষসেরা আম্পায়ারের খেতাব জিতে এই পুরস্কার জয়ের হ্যাটট্রিক করলেন ইলিংওর্থ।

২০২৪ সালে তিন ফরম্যাটের ক্রিকেটে দারুণ আম্পায়ারিংয়ের সুবাদে এই পুরস্কার জিতেছেন ইলিংওর্থ। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে নিউজিল্যান্ড-ভারত ও অস্ট্রেলিয়া-ভারত সিরিজে তার কিছু সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। সব বিতর্ক ছাপিয়ে এই বছরের সেরা আম্পায়ারের পুরস্কার উঠল তার হাতেই।

২০১৯ সালে প্রথমবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন ইলিংওর্থ। এরপর ২০২২ ও ২০২৩ সালে এই খেতাব জিতেছিলেন তিনি। এই নিয়ে চারবার বর্ষসেরা আম্পায়ার হলেন ইলিংওর্থ।

আম্পায়ারদের মাঝে এই পুরস্কার জেতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইলিংওর্থ। পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়ে সবার উপরে আছেন সাইমন টফেল।

banglanewsbdhub/এফএম

আইসিসির বর্ষসেরা আম্পায়ার
রিচার্ড ইলিংওর্থ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।