টানা ৫ ম্যাচে জোড়া গোল, মেসি জাদুতে মায়ামির জয়

Featured Image
PC Timer Logo
Main Logo

টানা ৪ ম্যাচে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়েছিলেন আগের ম্যাচেই। এবার লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন নিজেকেই। মেজর সকার লিগে নাশভিলের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন মেসি। মেসি ম্যাজিকেই নাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ বুদ্ধিদীপ্ত এক শটে ডিফেন্ডার ও কিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান মেসি। মেসির এই গোলেই লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মায়ামিকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরান নাশভিল। ৪৯ মিনিটে সমতাসূচক গোল আসে হ্যানি মুখতারের পা থেকে।

লিড ফিরে পেতে অবশ্য খুব বেশি সময় নেয়নি মায়ামি। ৬৭ মিনিটে দলের ত্রাতা হিসেবে আবার আবির্ভূত হন সেই মেসিই। নাশভিল কিপারের ভুলে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। মেজর সকার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে জোড়া গোল পেলেন মেসি।

নিজের ক্যারিয়ারে টানা ৬ ম্যাচে জোড়া গোলের রেকর্ড আছে মেসি। মেসি এই রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার হয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।