টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে

Featured Image
PC Timer Logo
Main Logo

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের এই সফর দিয়েই চলতি বছর প্রথম টেস্ট ক্রিকেটে নামবে বাংলাদেশ।

এই সফরে দুটি টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল। সফর শেষে ০৩ মে দেশে ফেরার বিমান ধরবেন জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটাররা।

বাংলাদেশে সর্বশেষ ২০২০ সালে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। তিন ফরম্যাটের সেই সফরে একমাত্র টেস্টটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। মুশফিকির রহিমের ডাবল সেঞ্চুরির সেই ম্যাচটা বাংলাদেশ জেতে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে।

তবে সর্বশেষ দুই দলকে লাল বলের খেলায় দেখা গেছে ২০২১ সালের জুলাইতে। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ২২০ রানে জিতেছিল বাংলাদেশ।

banglanewsbdhub/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
বাংলাদেশ ক্রিকেট দল
বিসিবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।