
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী। রোববার (১৪ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন তিনি।
অভিযোগপত্রে ফলাফলে অসঙ্গতি, দায়িত্বপ্রাপ্তদের পক্ষপাতিত্ব, প্রক্সি ভোট, পূর্বেই ভরাটকৃত ব্যালট পেপার, অস্বাভাবিক ভোটার উপস্থিতি, স্বচ্ছতার অভাব এবং আচরণবিধি লঙ্ঘনের মতো সুনির্দিষ্ট কিছু অনিয়মের কথা উল্লেখ করেছেন আরাফাত চৌধুরী।
তিনি ভোট প্রদানের সংখ্যা, ভোট পুনর্গণনার ব্যবস্থা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা, প্রতিটি ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশসহ আরও অন্যান্য দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয় ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভোটের ফলাফলে দেখা যায়, ৪ হাজার ৪৪ ভোট পেয়ে জিএস পদে চতুর্থ স্থান অধিকার করেন আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী।