
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি এবং হল সংসদে ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার শেষ দিনে এ মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনের জন্য ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি। এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।
হলভিত্তিক মনোনয়নপত্র জমা পড়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীম উদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।
এদিকে, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিড় প্রার্থীদের।
বুধবার সকাল থেকে স্বতন্ত্রসহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণসহ নানা প্রতিশ্রুতি তাদের।
ছাত্রদলের পরপরই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজেয় একাত্তর-অদম্য চব্বিশ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল।
দিনশেষে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সব মিলিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬৫৮ জন। শেষদিন জমা পড়েছে ৫০৯টি।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘৫০৯টি ফরমকে যাচাই-বাচাই করতে হবে। তারপর সেখান থেকে বৈধতা যাচাই শেষে কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই পরিসংখ্যান আমরা দিতে পারব আগামীকাল।
২৮টি পদে ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন।