
নোয়াখালীর কবিরহাটে আলোচিত ট্রাক ডাকাতি মামলার বহিষ্কৃত যুবদল নেতা সুজনের সঙ্গে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, বহিষ্কৃত যুবদল নেতা সুজন ফুল দিয়ে ওসি শাহিন মিয়াকে বরণ করছেন। ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আলোচিত মামলার আসামি ও বহিষ্কৃত রাজনৈতিক নেতার এমন সৌহার্দ্যপূর্ণ ছবি প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।
স্থানীয়রা জানায়, সুজনের এলাকায় বিভিন্ন অপকর্ম জড়িত থাকার অভিযোগ রয়েছে। থানার ওসির সঙ্গে তার এই ছবি প্রকাশ পাওয়ায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে।
এই প্রসঙ্গে কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। একজন সাধারণ মানুষ হিসেবে কেউ যদি ফুল দেয়, সেটিকে আমি সৌজন্য হিসেবে গ্রহণ করেছি। এর সঙ্গে কোনো ব্যক্তিগত বা প্রশাসনিক স্বার্থ জড়িত নয়। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হচ্ছে।’
প্রসঙ্গত, সুজন গত ১১ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক ডাকাতির প্রধান আসামি হিসেবে কবিরহাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।