ডাকেটের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ইংল্যান্ডের

Featured Image
PC Timer Logo
Main Logo

১৬৫ রানের ইনিংস খেলেছেন বেন ডাকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে আগে যে দুটো রেকর্ডের নজির কখনোই ছিল না, সেই দুটোই নিজেদের দখলে নিল ইংল্যান্ড। আজ (শনিবার) লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের বেন ডাকেট, যা চ্যাম্পিয়নস ট্রফির ২৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এবং রেকর্ড গড়া সেই ইনিংসে ভর করে ইংল্যান্ড সংগ্রহ করেছে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাস সর্বোচ্চ ৩৫১/৮ রান

মজার ব্যাপার হচ্ছে এই দুই রেকর্ডই ইংল্যান্ড গড়েছে নিউজিল্যান্ডকে সরিয়ে। ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫* রানের ইনিংস খেলেন সাবেক নিউজিল্যান্ড ব্যাটার নাথান অ্যাস্টল। অবশ্য ২০০০ সালের আসরে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারও ভারতের বিপক্ষে খেলেন ১৪৫ রানেরই ইনিংস। সমান সংখ্যক রানে তাকে ছোঁয়া অ্যাস্টলকে তালিকায় এগিয়ে রাখা হয় অপরাজিত থাকার কারণে। আজ অবশ্য একবারে দুজনকেই ছাড়িয়ে গেছেন ডাকেট।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচেই অ্যাস্টলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৪৭ রান তোলে নিউজিল্যান্ড। ২১ বছর পর সেই রেকর্ড ভাঙল ইংল্যান্ড।

তুলনামূলক খর্বশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকা পেসাররা নেই, তবুও ৪৩ রানের মধ্যেই দুই উইকেট পড়ে ইংলিশদের। সেখান থেকে দলকে লম্বা সময় টেনেছেন ডাকেট আর জো রট। তৃতীয় উইকেটে দুজন গড়েছেন ১৫৮ রানের জুটি। নিয়মিত সিংগেল রোটেশন আর বাজে বলে বাউন্ডারি আদায় করে সচল রাখেন রানের চাকা। ৭৮ বলে ৬৮ রানে ফেরেন জো রুট, জ্যাম্পাকে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের শিকার হন তিনি।

রুট আউট হওয়ার আগেই অবশ্য গুরুত্বপূর্ণ সেই জুটির পথেই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম, নিজের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান ডাকেট ৯৫ বলে। সেই সেঞ্চুরিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন ক্যারিয়ার সেরা ১৬৫ পর্যন্ত। গোটা ইনিংসে অজি বোলারদের দারুণ সামলালেও ডাকেটকে থামতে হয়েছে মাঝেমধ্যে হাত ঘোরানো মার্নাস লাবুশেনের বলে। এই অফ স্পিনারের নিচু হয়ে আসা বলে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে হয়নি ডাকেটের। বল মিস করায় সোজা আঘাত হানে তার থাইপ্যাডে। রিভিউ নিয়েও রক্ষা হয়নি, থার্ড আম্পায়ার আউট ঘোষণা করায়। ১৪৩ বলে ১৭ চার ও তিন ছক্কায় রেকর্ড গড়া ১৬৫ রানের ইনিংসে থামেন ডাকেট।

ডাকেটের বিদায়ের পর অজিদের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন জফরা আর্চার। দুই চার ও এক ছক্কায় ১০ বলে খেলেন ২১ রানের ইনিংস। তিন উইকেট নেন বেন ডোয়ারশুইস, দুটি করে উইকেট পেয়েছেন লাবুশেন ও জ্যাম্পা।

banglanewsbdhub/জেটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দল
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
ইংল্যান্ড ক্রিকেট দল
বেন ডাকেট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।