ডিপিএলে ফিক্সিং তদন্ত, তামিম বলছেন ‘অভিনয়’

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের পর ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দিকেও। গত ০৯ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের দুটি আউট নিয়ে শুরু হয় তোলপাড়। প্রশ্নবিদ্ধ সেই দুই ডিসমিসালের পর ফিক্সিংয়ের সন্দেহে তদন্তে নেমেছে বিসিবি। সেই দুই আউটে জড়িত থাকা শাইনপুকুরের দুই ক্রিকেটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরকে তদন্তের অংশ হিসেবে পরদিনই ডাকা হয় মিরপুর একাডেমি মাঠে।

১০ এপ্রিল তদন্ত কমিটি ও অ্যান্টি করাপশন ইউনিটের কর্মকর্তাদের উপস্থিতিতে ডিপিএলে বিতর্কিত সেই দুই স্টাম্পিংয়ের পুনর্মঞ্চায়ন করে দেখান রহিম ও সাব্বির। একাডেমি মাঠে উইকেটের দুই পাশে দুটি ভিন্ন ক্যামেরায় ধারণ করা হয় সেই দৃশ্য। সে সময় মিডিয়া প্লাজার সামনে উপস্থিত ছিলেন সংবাদকর্মীরাও।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, মিডিয়ার সামনে সেই দুই ক্রিকেটারকে দিয়ে যা করানো হয়েছে, তা অভিনয় এবং অপমানজনক। আজ (শুক্রবার) বিসিবির একাডেমি ভবনে মোহামেডান ও অন্য দলের কিছু ক্রিকেটারের সাথে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ও আরও কিছু বিষয় নিয়ে আলোচনায় বসেন তামিম। এরপর বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদ ও দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠুর সাথে বেশ দীর্ঘ বৈঠক করেন তামিম ও বাকি ক্রিকেটাররা।

সেই বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, সাব্বির ও রহিমকে দিয়ে যেভাবে অভিনয় করানো হয়েছে মিডিয়ার সামনে, সেই অধিকার কারো নেই। শাইনপুকুর ও গুলশান ম্যাচের সেই প্রশ্নবিদ্ধ দুই আউট নিয়ে তামিম বলেন, ‘কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইনপুকুর ম্যাচে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে সরাসরি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় কোনো ধরনের ভুল করে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক।’

তামিম আরও বলেন, ‘কিন্তু তার মানে এটা না যে আপনি ওই দুটা ছেলেকে নিয়ে গিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন, এমনটা করার অধিকার কারোর নেই। আপনি বিশ্বের কোথাও দুর্নীতি দমন কমিশনে এমন নিয়ম নেই আপনি ওই দুটা ছেলেকে বেইজ্জত করবেন মিডিয়ার সামনে, একই জিনিসটা অভিনয় করাই। এটা খেলোয়াড়কে ইনসাল্ট করা।’

এর আগে বিপিএলেও ফিক্সিংয়ের অভিযোগ উঠে দশ জন ক্রিকেটারের বিরুদ্ধে। সেই দশজপ্নের মধ্যে নির্দোষ ক্রিকেটারদের নাম সামনে আসাটাও অপমানজনক বলে মনে করেন তামিম, ‘বিপিএলেও দশ জনের নাম বের হয়েছে, দশ জনের নাম মিডিয়াতে দেওয়া হয়েছে। আমরা সবাই চাই ওখান থেকে কেউ যদি দোষী হয় তার শাস্তি হোক। তার যতদূর শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। কিন্তু ওখানে দুটা নির্দোষ বা আটজন নির্দোষ-তাদের নামগুলো লিক করে দেওয়াও ইনসাল্টিং। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা হতাশ ছিলাম।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।