হতে পারে জাতীয় নির্বাচন 2026: ড. ইউনূস

Featured Image
PC Timer Logo
Main Logo

ডব্লিউজিএসের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে কথা বলছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব হবে— সম্ভবত এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে সিএনএন’র সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সামিটের ওই অধিবেশন সঞ্চালনা করছিলেন বেকি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচারেও আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘দেশ পুনর্গঠনে আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা, পুলিশ প্রশাসন, সংবিধান, নির্বাচনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে আলাদা ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।’

ঐকমত্য কমিশন গঠনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনীয় পরিবর্তনগুলোর বিষয়ে পরামর্শ ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিচ্ছে এই কমিশনগুলো। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।’

এ সময় ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদনকে বাংলাদেশের জন্য ‘স্বস্তির’ বলে উল্লেখ করেন।

বাংলানিউজবিডিহাব/পিটিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।