স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫ ২০:০৪ | আপডেট: ৩ মে ২০২৫ ২০:০৭
এবারের আইপিএলে কাগিসো রাবাদাকে মেগা নিলাম থেকে দলে টানে ২০২২ আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দলটির হয়ে চলতি আসরে মাত্র ২ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি পেসার। সেই ২ ম্যাচের পর গত ০৩ এপ্রিল হঠাৎ করেই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে যান এই প্রোটিয়া পেসার। তখন গুজরাটের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়েছেন তিনি।
কিন্তু আজ (শনিবার) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ ড্রাগ নিয়ে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সাময়িক নিষিদ্ধ হয়েছেন রাবাদা। ২৯ বছর বয়সী এই পেসার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেয়া এক বক্তব্যে রাবাদা নিজেও স্বীকার করেছেন নিষিদ্ধ ড্রাগ সেবনের কথা।
ক্রিকইনফো আরও জানিয়েছে, এই রিক্রিয়েশনাল ড্রাগ এসএ টোয়েন্টির গত আসরে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় সেবন করেছিলেন। যদিও রাবাদা বলছেন, সেটা শক্তি কিংবা পারফরম্যান্স বর্ধক কোনো ড্রাগ ছিল না। সাময়িক নিষেধাজ্ঞা আসাতেই তখন আইপিএল ছাড়েন তিনি। সেই সময়টাতে তদন্তের জন্য দেশে ফিরতে হয় তাকে।
দুঃখ প্রকাশ করে সেই বক্তব্যে রাবাদা বলেন, ‘যাদের মনে কষ্ট দিয়েছি, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই খেলাটা ব্যক্তির চেয়ে সবসময় বড়। বর্তমানে আমি সাময়িক নিষেধাজ্ঞায় আছি। অপেক্ষা করছি যে খেলাটাকে এত ভালোবাসি, সেখানে ফেরার।’
রাবাদার ডোপ টেস্টে পজিটিভ এবং সাময়িক নিষিদ্ধ হওয়া নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। রাবাদার পরিস্থিতি ও ডোপ টেস্টের ফলাফল নিয়ে আগামী সপ্তাহের শুরুতে বিবৃতি দেয়ার কথা রয়েছে সাউথ আফ্রিকান এজেন্সি ফর ড্রাগ ফ্রি স্পোর্ট (সাইডস) সংগঠনের। যারা সরাসরি কাজ করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) সাথে।
শেষ চার বছরে সাইডসের মাধ্যমে কেবল একজন ক্রিকেটার নিষিদ্ধ হন ডোপ টেস্টে পজিটিভ হয়ে। সেই পরীক্ষায় গাঁজার উপাদানের উপস্থিতি থাকাতে ২০২১ সালে ম্যাট বেকার নামের প্রোটিয়া ক্রিকেটার এক মাসের জন্য নিষিদ্ধ হন। ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের ক্রিকেটার ডগ ব্রেসওয়েলও এক মাসের জন্য নিষিদ্ধ হন, তার শরীরে কোকেইনের নিষিদ্ধ উপাদানের উপস্থিতির জন্য।
banglanewsbdhub/জেটি
আইপিএল
কাগিসো রাবাদা
গুজরাট টাইটান্স
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল