স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ২২:১৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২২:২৪
সময়টা এখন রংপুর রাইডার্সের। একাদশ বিপিএল শুরুর আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গ্লোবাল সুপার লিগ জিতে এসেছে দলটি। এরপর বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে সবার আগে প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর। উড়তে থাকা রংপুর রাইডার্স এবার ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে রংপুর শহরে।
জোড়া ট্রফি নিয়ে রংপুরের মানুষদের সামনে যাচ্ছেন নুরুল হাসান সোহান, নাহিদ রানা, খুশদিল শাহরা। আগামী ২০ জানুয়ারি হতে যাচ্ছে এই আয়োজন।
বিপিএল চলাকালে সারাদেশ ভ্রমণ করছে বিপিএলের ট্রফি। সে হিসেবে আগামী ২০ জানুয়ারি রংপুর শহরে যাওয়ার কথা বিপিএল ট্রফির। একই দিনে গ্লোবাল সুপার লিগ জেতা ট্রফিও রংপুরের মানুষের সামনে নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবেন দলটির ক্রিটেকারটাও। অর্থাৎ একসাথে দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রংপুর রাইডার্স।
ট্রফি প্রদর্শন নিয়ে নানান আয়োজনের উদ্যোগ নিয়েছে রংপুর রাইডার্স। হেলিকপ্টারে করে রংপুর যাবেন দলটির ক্রিকেটাররা। তার আগে দেড় হাজার জার্সি সরবরাহ করা হবে ফ্যানদের। বিপিএলের মাসকাট ‘ডানা ৩৬’ থাকবে আয়োজনে।
২০ জানুয়ারি দুপুরে দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবেন রংপুরের ক্রিকেটাররা। পরে রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। সাধারণ দর্শকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে। বিকেল ৩টা থেকে আয়োজন করা হয়েছে কনসার্টও। দেশের বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’ থাকবে আয়োজনে।
উল্লেখ্য, গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার কাপ জিতেছে রংপুর রাইডার্স। পাঁচ দেশের আরও পাঁচটি সেরা ক্লাব অংশ নিয়েছিল টুর্নামেন্টে। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর। বিদেশে গিয়ে রংপুর রাইডার্সের ট্রফি জয়ের এই অর্জনটি গর্বিত করেছে দেশের ক্রিকেটাঙ্গনের সকলকেই।
banglanewsbdhub/এসএইচএস