ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ, শ্রীনগর ও সিরাজের বেশ কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার লাশ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে হাসারা থানা পুলিশ জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকেই ঘন কুয়াশা পড়েছে। সকাল ৯টা পর্যন্ত হাসরা, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার দিকে বেশ কয়েকটি বাস, প্রাইভেট কার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় যানবাহন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যাই। একাধিক স্থান থেকে বাসের যাত্রীসহ আহত ১০-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ যান চলাচল বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

  • আহত
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • একটি দুর্ঘটনা
  • নিহত
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।