ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসরা এলাকায় ঢাকাগামী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়। অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে যাত্রীবাহী মিনিবাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুইজন নিহত হয়।
বৃহস্পতিবার রাতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার সকালে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কালিগাও গ্রামের বাসিন্দা। জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুরা গ্রামের বাসিন্দা। রায়হান (২৭)
হাসরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।