ঢাবি করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাবি শাখার উপ নাট্য ও বিতর্ক সম্পাদক লিপ্টন ইসলামকে টিএসসি থেকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছে ঢাবি প্রশাসন।
জানা গেছে, লিপ্টন ইসলাম ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেন ঢাবি প্রক্টরিয়াল টিম।
ঢাবি প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন বলেন, ‘আজ বিকেলে লিপ্টন ইসলামকে টিএসসি এলাকায় দেখলে তাকে সেখান থেকে আটক করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিলে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি।’
বাংলানিউজবিডিহাব/এআইএন/এসডব্লিউ