ঢাবি সাদা দলের নতুন কমিটি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) এ কমিটি অনুমোদন দেয়। দলের বিদ্যমান অভ্যন্তরীণ সাংগঠনিক দুর্বলতা ও নানা অসঙ্গতির পরিপ্রেক্ষিতে নবগঠিত সাদা দলকে পুনর্গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়, শ্বেতাঙ্গ দল মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপটে সংঘটিত জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনাকে সামনে রেখে এগিয়ে যেতে বদ্ধপরিকর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার ঘোষণা দিয়েছে সদাদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আগামী তিন মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি অনুষদভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কমিটির মেয়াদ হবে এক বছর। প্রতি বছর দলের কমিটি পরিবর্তন হবে এবং নতুন নেতৃত্ব আসবে।

কমিটির উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন- ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড.মো: সেলিম রেজা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইমরান কাইয়ুম। কেন্দ্রীয় কমিটিতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম তালুকদার।

এ ছাড়া দুই যুগ্ম আহ্বায়ক হলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী।

কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক ডাঃ মোঃ শাহ এমরান, অধ্যাপক ডাঃ মোঃ ওয়াহেদুজ্জামান, অধ্যাপক ডাঃ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ মামুন চৌধুরী, রেজা আসাদ আল হুদা অনুপম, অধ্যাপক ডাঃ সৈয়দ মাহমুদ উল্লাহ, অধ্যাপক ডাঃ মোঃ হুমায়ুন কবির, অধ্যাপক ড. প্রফেসর ড.মো.রিদওয়ানুল হক, প্রফেসর ড. মোঃ ইলিয়াস আল-মামুন, অধ্যাপক ডাঃ জাকির আহমেদ চৌধুরী।

  • কমিটি
  • ঢাবি
  • সাদা দল
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।