ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পৃথক এলাকা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে মর্গের পাশের টয়লেট ও নতুন ভবনের পাশ থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়। ডিএমকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে ডিএমকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গের পাশের টয়লেট থেকে মাথাবিহীন এক বছর বয়সী নবজাতকের লাশ কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
অপরদিকে মঙ্গলবার বিকেলে ডিএমকে হাসপাতালের নতুন ভবনের পাশ থেকে কাপড়ে মোড়ানো একদিনের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রাসেল পারভেজ জানান, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে সেখান থেকে নবজাতককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতককে মৃত ঘোষণা করেন।
মোঃ ফারুক জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ডিএমকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হয় জন্মের পর নবজাতকের মৃতদেহ কেউ রেখে গেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।