
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্সকক্ষে সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ বুধবার। এই তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।
নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৯ আগস্ট বিকেল ৩টা।
২০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা। ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর ১৩ দিন পর ভোট গ্রহণ করা হবে।
আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সেদিনই ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। হল সংসদের ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে সংশ্লিষ্ট কেন্দ্রেই। আর কেন্দ্রীয় ফলাফল সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে প্রকাশ করা হবে।