স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৭:০৯
দেড় সপ্তাহের বিরতির পর আবারও শুরুর অপেক্ষায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। আবারও ডিপিএল শুরুর আগে বড় প্রশ্ন মোহামেডানকে এখন নেতৃত্ব দেবেন কে?
ঈদের আগে ডিপিএলের ম্যাচ খেলতে খেলতেই হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখে গিয়েছিলেন মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাক করা তামিম এখন বাসায় আছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হতে কতো দিন লাগবে এবং আদৌ কখনো ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ডিপিএলে এবারের মৌসুমে মোহামেডানের হয়ে বাকি ম্যাচগুলো যে তামিম খেলতে পারবেন না তা নিশ্চিত।
সে হিসেবে নতুন অধিনায়ক খুঁজতেই হচ্ছে মোহামেডানকে। দলে তারকায় ঠাঁসা। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার আছেন মোহামেডানে। তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ আছেন। তবে শোনা যাচ্ছে, তরুণ তাওহিদ হৃদয়ের ওপর আস্থা রাখতে চায় মোহামেডান।
ঈদের আগে তামিমের অনুপস্থিতিতে মোহামেডানকে নেতৃত্বও দিয়েছেন তরুণ ব্যাটার। ফলে হৃদয়কে দিয়েই মৌসুমের বাকি অংশটা চালিয়ে নিতে চায় মোহামেডান। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও সে দায়িত্ব পালন করেছে। যদিও সামনের ম্যাচগুলোতে তাওহীদ থাকবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। তবে আজকে টিম মিটিংয়ে অধিনায়ক হিসেবে তাওহীদই থাকবেন।’
তামিমের মতো একজনের অনুপস্থিতি পূরণ করা যে কঠিন সেটাও বুঝিয়েছেন শিপন, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব পড়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’
ঈদের আগে লিগ বন্ধ হওয়ার সময় পয়েন্ট টেবিলের তিন নম্বরে ছিল মোহামেডান। ঈদের আগে ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছিল দলটি।
banglanewsbdhub/এসএইচএস