তারাবির নামাজ সুন্নত নাকি নফল

Featured Image
PC Timer Logo
Main Logo

তারাবির নামাজ সুন্নত নাকি নফল এ প্রশ্নের উত্তরে তারাবির নামাজ সকল নারী পুরুষের জন্য সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুআক্কাদা হল ওয়াজিবের মতই। অর্থাৎ ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহী করতে হবে, তেমনি সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে জবাবদিহী করতে হবে।

তবে মনে রাখবেন, তারাবী নামায সুন্নত হওয়াকে যে অস্বীকার করবে অথবা অবৈধ মনে করবে সে বিদআতের আবিস্কারক, পথভ্রষ্ট।

আর রাসূল  ইরশাদ করেছেন যে, عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ “তোমরা আমার সূন্নাতকে আঁকড়ে ধর এবং খোলাফায়ে রাশেদীনের সূন্নাতকে আঁকড়ে ধর। তার উপর তোমরা অটুট থাক।” (আবু দাউদ ৪৬০৭, তিরমিজী ২৬৭৬)

এজন্য ইমাম নববী বলেন, صلاة التراويح سنة بإجماع العلماء আলেমগণের ইজমা অনুযায়ী তারাবী নামাজ পড়া সুন্নত। (আলমাজমূ ৪/৩১)

আর তাহতাবী কিতাবে রয়েছে যে তারাবী নামায সুন্নত, এই নামায বর্জন ও ছেড়ে দেওয়া জায়েয নাই। (কামুসুল ফিকহ ২/৪৪৮)

আমাদের শেষ কথাঃ তারাবির নামাজ সুন্নত নাকি নফল, এই প্রবন্ধের মূল বিষয়টি বুঝতে আর বেশি শব্দের প্রয়োজন নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই প্রবন্ধের মূল বিষয়টি তুলে ধরতে। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটের আরো অন্যান্য তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।