বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় দেন।
আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক নয়।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতা নিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় হাইকোর্টে আপিল করা হয়।
গত ২৩ অক্টোবর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চারটি মামলা খারিজ করে দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।