তিন নারী পর্যটককে হেনস্তার অভিযোগে ৫ যুবক আটক – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



কক্সবাজার সৈকতে তিন নারী পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) ভোরে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটলেও পুলিশ সন্ধ্যার পর বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলীর আবুল কাশেমের ছেলে মো. আরফ (২০) কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মান্দারকান্দি এলাকার শরিফ মিয়ার ছেলে জনি মিয়া (১৭), পাকুন্দিয়ার তালদশীর জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮), পাকুন্দিয়ার দক্ষিণ খামা এলাকার শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) ও চট্টগ্রামের হাটহাজারীর মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ (২৫)। তারা সবাই বন্ধু।

ভুক্তভোগী নারী বলেন, আমরা তিন বান্ধবী ঘুরতে বের হয়েছিলাম এমন সময় ৫ যুবক এসে আমাদের ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন আমি ও আমার বান্ধবীরা চিৎকার করলে সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে। আমরা ভাবিনি এত জনপ্রিয় জায়গায় এমন একটা ভয়ানক অভিজ্ঞতা হবে। সৌভাগ্য যে ট্যুরিস্ট পুলিশ সময়মতো এসে আমাদের উদ্ধার করেছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ওই পাঁচ যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সদা সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

  • অভিযোগ
  • আটক
  • নারী পর্যটক
  • যুবক
  • হেনস্তা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।