তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চাঁদপুরের কচুয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাজী আসাদ উল্লাহকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পৌরসভার কাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম। গ্রেফতারকৃত কাজী আসাদ কচুয়া হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। সে পৌরসভার হাট কচুয়া গ্রামের কাজী বাড়ির মৃত কাজী আব্দুল ওয়াদুদের ছেলে।

অভিযোগে বলা হয়, ধর্ষণের শিকার ওই কিশোরী কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। সে মাদ্রাসা হোস্টেলে আবাসিক ছাত্রী হিসেবে লেখাপড়া করত।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় শিশুটি খাবার পানি আনতে প্রতিষ্ঠানের নিচতলায় যায়। আসাদ উল্লাহ তাকে তার কক্ষে ডেকে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির মা তার সহপাঠী ও পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে শিশুটির মা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর কর্মরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। দীর্ঘ ১০ দিন চিকিৎসার পর রোববার শিশুটির মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯ (১) ধারায় মামলা করেন।

এ ব্যাপারে কচুয়া থানা পুলিশের ওসি এম এ হালিম জানান, ভিকটিমের মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা করেছেন। মামলা নং-15। ওই শিশুকে ধর্ষণের অভিযোগে রোববার কাজী আসাদকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

  • অভিযোগ
  • গ্রেফতার
  • চাঁদপুর
  • ধর্ষণ
  • মাদ্রাসার অধ্যক্ষ মো
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।