থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে মনে করছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের ডা. মনিরুল ইসলাম।

তিনি জানান, গলায় তোয়ালে পেঁচানো লাশ পাওয়া গেছে। ওসি আল আমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা শোবার ঘরে ওসি আল-আমিনের ঝুলন্ত লাশ দেখতে পান। লাশ এখনো আছে। তবে পুলিশ সদস্যরা থানার প্রধান ফটক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ওসির লাশ উদ্ধারের খবর পেয়ে উৎসুক জনতা ও সাংবাদিকরা জাজিরা থানার সামনে জড়ো হন। কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

  • উদ্ধার
  • ওসি
  • ঝুলন্ত লাশ
  • থানা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।