থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার বউবাজার এলাকায় ত্রয়োদশ রাতে ঘটনা। হৃদয় (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সানী (২০) ও হামিম (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।

পরে দুপুর আড়াইটায় গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হৃদয় নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকা। হাবিবের ছেলে সে শ্রমিকের কাজ করত।

নিহতের বন্ধু সাব্বির জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আমাদের এলাকায় কয়েকজন বন্ধু ৩১তম রাত উদযাপন করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে আমাদের মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। হৃদিয়াসহ আমাদের তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদপিণ্ড আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে তিন যুবককে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে হৃদিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

  • ত্রয়োদশ রাত
  • যুবক
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।