দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টও প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসনের রায় দেওয়ার দুই সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
বিবিসি লিখেছে যে রাষ্ট্রপ্রধানকে অভিশংসন করতে 151 ভোটের প্রয়োজন ছিল। 192 জন আইনপ্রণেতা হ্যানের অপসারণের পক্ষে ভোট দিয়েছেন।
সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার জন্য পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করার পর প্রধানমন্ত্রী হান ৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।