
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জের এক বাড়ি থেকে মোহাম্মদ হুমায়ুন (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচতলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।
তিনি আরও বলেন, হুমায়ুন দয়াগঞ্জের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ওই ভবনের নিচ তলায় গেটের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আমরা তাকে পাই। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।