দলীয় শৃঙ্খলা ভাঙায় গাজীপুর বিএনপির এক নেতা বহিষ্কার

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দীনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই নানাবিধ কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কার করছে বিএনপি। বিশেষ করে ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরনের অভিযোগ আসছে কেন্দ্রে। অভিযোগগুলো যাচাই শেষে অপরাধ প্রমাণ হলে সাময়িক ক্ষেত্র বিশেষ স্থায়ী বহিষ্কার করা হচ্ছে অভিযুক্তদের। পাশাপাশি এসব নেতা তাদের ভুল শিকার করে সাংগঠনের রীতি-রেওয়াজ মেনে চলার শর্তে আবেদন করলে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হচ্ছে।

বাংলানিউজবিডিহাব/এজেড/এমপি

বহিস্কার
বিএনপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।