দিনাজপুরে বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে দিলারা বেওয়া (৫৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিহত নারীর লাশ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা-পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।

হত্যাকাণ্ডের শিকার দিলারা বেওয়া পৌর শহরের মাদ্রাসাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। একসময় স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন। বছর পাঁচেক আগে অবসর নিয়েছেন। ব্যক্তিজীবনে দিলারা নিঃসন্তান। তবে আভা বেগম নামের এক মেয়েকে দত্তক নেন। দত্তক নেওয়া মেয়ে আভার বিয়ে দিয়ে বাড়িতে একাই থাকতেন দিলারা।

আভা বেগম পাশের গ্রাম শান্তিবাগ থেকে গতকাল শনিবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করতে আসেন। বাড়ির ভেতরে প্রবেশ করে মাকে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করতেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর মাকে। তবে ঘরের কোনো জিনিসপত্রে চুরির ঘটনা ঘটেনি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গফুর বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ধারালো কিছু দিয়ে দিলারা বেওয়ার গলাকাটা হয়েছে। তিনি বাসায় একাই থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদ্‌ঘাটনে ক্রাইম সিন কাজ করছে। এ বিষয়ে নিহত নারীর স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

  • উদ্ধার
  • গলা’কাটা
  • দিনাজপুর
  • বিধবা
  • লাশ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।