
খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার বাজারে পাঁচ মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহু দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০-১২টির মতো দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, গভীর রাতে হঠাৎ করে আগুনের খবর পেয়ে দেখি লারমা স্কয়ার বাজার দাউ দাউ করে জ্বলছে। বাজারের পাশাপাশি দোকানপাট হওয়ায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় এ বাজারে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।