দুবাই ক্যাপিটালসের হয়ে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

Featured Image
PC Timer Logo
Main Logo

বোলিং অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নতুনভাবে ক্রিকেটে ফিরেছেন তিনি। এবার গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরেও দল পেলেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগের এবারের আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব।

আজ এক ফেসবুক পোস্টে দুবাই ক্যাপিটালস জানিয়েছে, এবারের গ্লোবাল সুপার লিগে তাদের হয়ে খেলবেন সাকিব। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন তারা।

এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর রাইডার্সও। এছাড়াও এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।

গায়ানাতে ১০ জুলাই শুরু হবে এবারের আসর। ফাইনাল হবে ১৮ জুলাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই ও সেন্ট্রাল স্ট্যাগ। ১৬ জুলাই রংপুরের সঙ্গে দেখা হয়ে যাবে সাকিবের। সেদিন রংপুরের মুখোমুখি হবে দুবাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।