বিদেশে চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। রোববার বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করায় সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বিক্ষোভে আহত ও তাদের স্বজনরা মিলে ২ শতাধিক মানুষ সুচিকিৎসাসহ অন্যান্য বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার পর থেকেই তারা আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার দিকে তারা সড়কে নেমে আসেন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম বলেন, গতকাল রাত থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। আজ শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করছেন।