ধর্ষণচেষ্টার অভিযোগে চা-দোকানি গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ফেনীর ফুলগাজীতে ৮ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু ফুলগাজীর বাশুড়া মাদরাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩ মার্চ ক্লাসের বিরতিতে সে টিফিন কিনতে মাদরাসার সামনের চা দোকানে যায়। সেখানে চা দোকানি নুরুল ইসলাম তাকে খাবার খাওয়ানোর কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে কোলে বসায়। যৌন নিপীড়নের একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে নুরুল ইসলাম তাকে ছেড়ে দেয়। পরে বাড়িতে ফিরে বিষয়টি জানালে রোববার (৯ মার্চ) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলা করার পরপরই রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • চা দোকানি
  • ধর্ষণচেষ্টা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।